শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: বরিশাল সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলনের জেলা কমিটির নেতৃবৃন্দরা।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রশীদ নীলু বলেন, সপ্তাহের ব্যবধানে সিলিন্ডারজাত গ্যাসের দাম এক শ’ টাকা বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে চাল থেকে শুরু করে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। এতে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন দারুণ সংকটে পরেছে।
তিনি আরও বলেন, বাজার তদারকি না থাকার সুযোগে ব্যবসায়ীরা ইচ্ছামাফিক দাম নিচ্ছে। সেক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে তিনি সরকারে প্রতি আহবান করেন।