শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
আজ ২২ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় রেঞ্জ পুলিশ অফিস বরিশাল এর আয়োজনে বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশালের সার্বিক সহযোগিতায় পুলিশ লাইন মাঠে আঞ্চলিক কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আখতারুজ্জামান, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বিসিবির পরিচালক আলমগীর খান আলোসহ ৬ জেলার কাবাডি খেলোয়াড় উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
পরে উদ্বোধনী খেলায় বরিশাল জেলা ও ভোলা জেলার নারী ও পুরুষ দল অংশগ্রহণ করেন।