শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
আজ ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১২ টায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলোয়াড়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল এর সহধর্মিণী প্রকৌশলী তাবাসসুম বিনতে ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি পুলিশ সুপার বরিশালের সহধর্মিণী সৈয়দা তৌফিকা রাকিফ, সাধারণ সম্পাদক জেলা মহিলা ক্রীড়া সংস্থা অমিতা ঘোষসহ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ক্রীড়া সংস্থার বিভিন্ন সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।