শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও পুজামন্ডপে হামলা এবং নৈরাজ্য সৃষ্ট্রির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সাংস্কৃতিক সমনম্বয় পরিষদের ব্যানারে মঙ্গলবার সকালে ১০টায় নগরের সদর রোডে এই মানববন্ধন অনুণ্ঠিত হয়। এরপর বৃষ্টির কারণে অশ্বিনী কুমার টাউন হলে প্রবেশ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাক নাজমুল হক আকাশের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সৈয়দ দুলাল, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নজরুল হক নিলু,অধ্যাপিক টুনু রানি কর্মকার,নজরুল বিশ্বাস সহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ কর্মসূচীর একাত্ততা প্রকাশ করে প্রতিবাদ জানায়। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর যে বর্বব হামলা চানানো হয়েছে তা রাষ্ট্রের পরিপন্থি।
রাষ্ট্র ও সকলকে এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তা না হলে অসাম্প্রদায়িক গোষ্ঠি এ দেশের জন্য হুমকি হয়ে দাড়াঁবে। এসময় হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারী ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোড় দাবী জানান বক্তারা।