বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৫৭ তম জন্মদিন। শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসন বরিশাল দিনভর নানা কর্মসূচি পালন করেন। জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের সাথে শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে ৫৭ পাউন্ড কেক কাটেন জেলা প্রশাসক বরিশাল।
আজ ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ টায় শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের হল রুমে শেখ রাসেলে শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের আয়োজনে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে সুবিধা বঞ্চিত শিশুদের লেখা এবং আকা বিভিন্ন বিষয় নিয়ে দেয়ালিকার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া মোনাজাত শেষ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।
আলোচনা সভায় অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সুবিধা বঞ্চিত শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পরিশেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর বরিশাল স্বপন কুমার মুখার্জি, উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার, উপ-পরিচালক বিভাগীয় সমাজসেবা অধিদফতর বরিশাল একেএম আখতারুজ্জামান তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, উপ প্রকল্প পরিচালক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে, বাসুদেব দেবনাথসহ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারি এবং শিশুরা উপস্থিত ছিলেন।