শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ ধান-নদী-খাল এই তিনে বরিশাল তাই বরিশালের সৌন্দয্য রক্ষায় কির্তনখোলা নদীসহ জেলার সকল নদীকে দখলমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পরিষদ, বরিশাল জেলা কমিটির আয়োজনে কীর্তনখোলা নদীর তিরে ডিসি ঘাট সংলগ্ন এলাকায় বিশ্ব নদী দিবস ২০২১ উপলক্ষে নদী-খাল দখল-দুষণ প্রতিরোধসহ পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় জনগণের প্রত্যাশায় মূখ্য অংশিজনদের করনীয় শীর্ষক রিভার টক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী পাউবো বরিশাল দীপঙ্কর দাস, উপ-বিভাগীয় প্রকৌশলী পাউবো বরিশাল মোঃ রাকিব, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোস্তাফিজ রহমান, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের সমন্বয়ক মো. রফিকুল আলম, লিংকন বায়েন, আনোয়ার জাহিদ, শুভংকর চক্রবর্তী, হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।
শুরুতে নদী দিবস উপলক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় অংশগ্রহণ করেন নির্বাহী পরিচালক এএলআরডি ঢাকা শামসুল হুদা, প্রধান নির্বাহী বেলা সৈয়দ রেজওয়ানা হাসান, সহসভাপতি বাপা ডঃ আঃ মতিনসহ আরও অনেকে। পরে অতিথিরা নদী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।