শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
বরিশাল করপোরেশনের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,র বিরুদ্ধে প্রশাসন কতৃক মামলা প্রত্যাহারের দাবিতে বিখোভ মিছিল বের করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরিশাল জেলা শাখা। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট সজল মাহমুদ সভাপতিত্বে শনিবার বেলা ৩টায় বরিশালের আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে মিছিল বের হয়ে সদর রোড বিবিরপুকুর পাড় হয়ে আবার দলীয় কার্যলয়ে এসে শেষ হয়।
সংখিপ্ত বিখ্খোভ সমাবেশে বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ রিপন। সেসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ইব্রাহিম হোসেন, প্রচার সম্পাদক মামুন শিকদার প্রমুখ।
সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ রিপন তার বক্তব্যে বলেন আমাদের নেতা মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরুদ্ধে প্রশাসন কতৃক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার সহ সেই সময়ের ভিডিও ফুটেজ দেখে সঠিক তদন্তের মাধ্যমে দোষীব্যক্তিদের আইনের আওয়াতায় আনার দাবী জানান এই নেতা।
তিনি আরও বলেন স্বাধীনতার পর থেকে দেশে আগস্ট মাস আসলে আওয়ামী লীগ তথা বরিশালের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের সদস্যদের ওপরে বিভিন্ন ষড়যন্ত্র চালছে। সকল ষড়যন্ত মোকাবেলায় আমি এবং আমার সংগঠন পাশে থাকবো পাশাপাশি আমার নেতা মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বিরুদ্ধে করা মামলার তিব্র নিন্দা জানাচ্ছি।