শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী আবারো ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারি ধারাবাহিকতায় ৩১ জুলাই শনিবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন এর নবম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে। বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
বরিশাল জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ১০১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ৭৬ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৭ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৬৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৫৫ হাজার ১৫০ টাকার জরিমানা আদায় করেন।