শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
বরিশাল : বর্তমান কোভিড (করোনার) লগডাউনে কর্মহীন মানুষ সহ গৃহবন্দি হয়ে থাকা অসহায় দুস্থ ও পথচারী ভবঘুড়েদের খাদ্য সহায়তায় কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবারের আয়োজন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিনিটি।
আজ শুক্রবার (৩০ই) জুলাই “সহযোগীতা নয়, এ বাঁধন ভ্রাতৃত্বের” এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১১টায় নগরীর বাটার গলি দলীয় কার্যলয় থেকে বরিশাল নগরীর ত্রিশটি ওয়ার্ডে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। উদ্ধোধনকালে বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, এই বর্তমান লগডাউনের মধ্যে অসহায় দুস্থ কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি গ্রহন করা প্রয়োজন ছিল।
আমরা বিভিন্ন মানুষের কাছ সহযোগীতা নিয়ে চলমান লগডাউনের মধ্যে প্রতিদিনই প্রর্যায়েক্রমে ত্রিশটি ওয়ার্ডের ছয় শতাধিক পরিবারের ঘড়ে ঘড়ে খাবার পৌছে দেওয়া সহ আরো দুই শতাধিক নগরীর বিভিন্নস্থানের ভবঘুড়ে ভ্রাম্যান ও পথচারীদের মাঝে খাদ্য সরবরাহ করে যাব। আগামী ৫ই আগস্টের পরও যদি সরকার লগডাউন সময় সিমা বৃদ্ধি করে তাহলেও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন বলেন, তাদের এই কার্যক্রমে পচিঁশজন নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্যদ্বারা প্রতিদিনই তিনটি ওয়ার্ডে ছয় শতাধিক বাসায় বাসায় খাবারের প্যাকেট পৌছে দেওয়া হবে।