বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
দেশে ১৪ দিনের লকডাউন শেষে মানুষ সাভাবিক জীবন যাপনে ফেরার চেষ্টা করছে তাই আজ ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুর ৩ টায় জেলা প্রশাসন বরিশালের এর পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ১৭৫ জন গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, সম্পাদক পরিষদ-বরিশাল এর সভাপতি কাজী নাছির উদ্দীন বাবুল, দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার সম্পাদক এম. রহমান, দৈনিক সকালের বার্তার সম্পাদক শেখ শামীম হোসেন, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, দৈনিক বরিশালের কাগজ পত্রিকার ডা. মো. নজরুল ইসলাম, সভাপতি সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশাল এম জহির ও সাধারণ সম্পাদক এমএফ জালালসহ সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ১৭৫ জন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন।