শনিবার, ২৬ Jul ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
করোনা ভাইরাসজনিত মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আরোপিত সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধি-নিষেধ পর্যবেক্ষণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি ও রোভার স্কাউটস সহ আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সকলেই সরকারের এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছেন।
আজ বরিশালে নথুল্লাবাদ, রূপাতলী, হাতেম আলী চৌমাথা, নতুন বাজার,গীর্জা মহল্লা, চকবাজার, চাঁদমারি খেয়াঘাট ও সদর রোডে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সার্বিক সহযোগিতা করে বরিশাল জেলার এর সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল, জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এবং মোঃ নাজমূল হুদা এনডিসিসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল। লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ স্কাউটস, বরিশাল জেলা রোভার এর রোভার স্কাউট সদস্যরা সেবা প্রদান করছে জেলা প্রশাসনের সাথে।