শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
বরিশাল মহানগরীতে সচেতনতামূলক প্রচারণা চালায় বরিশাল জেলা প্রশাসন। করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। পাশাপাশি বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর জানান, করোনার বিস্তাররোধে শাটডাউন পুরোপুরিভাবে কার্যকরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
এই ধারাবাহিকতায় অভিযানে নেমেছেন তারা। তবে প্রথমদিকে ব্যবসাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের শুধ মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। তবে পরবর্তীতে তারা আরও কঠোর হবেন জানিয়ে জেলা প্রশাসনের উল্লেখ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর