শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
হাফিজুর রহমান,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে আজিম (৪৫) নামের এক ব্যক্তিকে শর্টগানসহ আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ন’টার দিকে ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই ইউনিয়নের নৌকার প্রার্থীর দাবি আটক আজিম হোসেন স্বতন্ত্র (ঘোড়া) প্রার্থীর একজন সমর্থক।
আটক আজিম হোসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটখালি ইউয়নিয়নের ইউনিয়নের আলতাফ হোসেনের (বাঘা আলতাফ) ছেলে। তিনি বরিশালে বসবাস করেন।
স্থানীয়রা জানান, কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট (৪নং ওয়ার্ড) এলাকায় সভা শেষে নৌকার প্রার্থী আলাউদ্দীন পল্টু কর্মী-সমর্থকরা নিয়ে এলাকায় ফিরছিলেন। একই সময়ে ওই ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী (ঘোড়া) শাহজাহান পহলানের কর্মীরা-সমর্থকরাও মোটরসাইকেল মহড়া নিয়ে ওই এলাকা অতিক্রম করে। এসময় মহড়ার মধ্যে একজনকে শর্টগানসহ দেখতে পেয়ে সেখানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্তব্যরত পুলিশ আজিম হোসেনকে আটক করে। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল জানান, মোটরসাইকেলে শর্টগানসহ দেখতে পেয়ে আজিম হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে তার আগ্নোয়াস্ত্রটি নিবন্ধিত। তিনি নির্বাচনী এলাকায় কেন শর্র্টগান নিয়ে ঘুরছিলেন আমরা জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেব।
কাকচিড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দীন পল্টু বলেন, স্বতন্ত্র প্রার্থী এলাকায় ভোট নেই বুঝতে পেরে সন্ত্রাসী বাহীনি ভাড়া করে ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। প্রকাশ্যে আগ্নোয়াস্ত্র নিয়ে মহড়া দেয়াই প্রমান করে তিনি কতটা বেপরোয়া। নির্বাচনে প্রচার প্রচারণায় আমি শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির প্রতি অনুরোধ করছি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পহলান বলেন, আটক আজিম আমাদের কোনো কর্মী বা সমর্থকও নন। এমনকি তিনি আমাদের বহরের সাথে মোটরসাইকেলে ছিলেন না। আমার সমর্থক এমন প্রচরাণা চালিয়ে প্রতিপক্ষ নির্বাচনের মাঠে ফায়দা নেয়ার চেষ্টা করছে