মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)” এর জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার পটুয়াখালী এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল; লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়বৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমাপনী খেলায় বালক দলের মধ্যে পটুয়াখালী পৌরসভা চ্যাম্পিয়ন ও বাউফল উপজেলা রানার্সআপ এবং বালিকা দলের মধ্যে পটুয়াখালী পৌরসভা চ্যাম্পিয়ন ও বাউফল উপজেলা রানার্সআপ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মো.মতিউল ইসলাম চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদেরকে অভিনন্দন জানান।