শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল২ মে ২০২১ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন টরকী বন্দর বাজারস্থ কাজী মার্কেট এর নিচে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ২ মে ২০২১ তারিখ আনুমানিক ২০.১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২ জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ নাঈমুর রহমান নাঈম(২৪), পিতাঃ মোঃ হাবিবুর রহমান, সাং- গুড়িপাড়া, থানা- পালং, জেলা- শরিয়তপুর, (২) মোঃ রফিকুল ইসলাম রাব্বী(২৪), পিতাঃ মৃত আলমগীর সরদার, সাং- উত্তর চর আইরকান্দি, থানা-কালকিনি, জেলাঃ মাদারীপুর বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয়ের নিকট থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২,২২৫ টাকা এবং ১টি মটর সাইকেল (Hero Splendar -100 CC,Black Color) উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।