শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলী থানার বাইলাবুনিয়া গ্রামের বাসিন্দা মো, দুলাল হাওলাদারের ছেলে কাওসার হাওলাদার(২৭) কে ধর্ষন মামলা আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
গত ১লা মে শনিবার ২১ইং তারিখে বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব-৮। এসময় অভিযান পরিচালনা কালে বিকাল আনুমানিক ২:৩৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, বরগুনা জেলার আমতলী থানার ফায়ার সার্ভিস এলাকায় (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৭/৯(১)/৩০ এর প্রসেস নং-১২৮৬/২১ তারিখঃ ৫ এপ্রিল ২১ইং) এর ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত প্রাপ্ত পলাতক আসামী উক্ত স্থানে অবস্থান করছে।
এসময় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে বিকাল আনুমানিক ৪:১০ ঘটিকার সময় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ ব্যক্তিকে গ্রেফতার করেন।
জানাযায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম- মোঃ কাওসার হাওলাদার (২৭), পিতা-দুলাল হাওলাদার, সাং-বাইলাবুনিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা বলে নিজেই স্বিকার উক্তিতে জানায়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, বরগুনা জেলার আমতলী থানার (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৭/৯(১)/৩০ এর প্রসেস নং-১২৮৬/২১ তারিখঃ ০৫/৪/২০২১ইং) এর ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আছেন দির্ঘদীন
ধর্ষন মামলার আসামীকে বরগুনা জেলার আমতলী থানার (নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৭/৯(১)/৩০ এর প্রসেস নং-১২৮৬/২১ তারিখঃ ০৫/৪/২০২১ইং) মূলে হস্তান্তর করা হয়।
এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত মো,রাজীব ফারহান বলেন, প্রতিদিনের ন্যায় এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।