বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় ক্ষতিগ্রস্ত ৫ কোটি টাকার মেরিন ড্রাইভ পরিদর্শনে দুদক কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন দুদকের পদ ফিরিয়ে দিলেন অ্যাড নাজিম উদ্দিন পান্না কলাপাড়ায় ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার কলাপাড়ায় ভেলায় ভেসে বানভাসী মানুষের সংবাদ সম্মেলন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পটুয়াখালী সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বরিশালে আন্দোলনরত ছাত্র জনতা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা মহিপুরে অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায়  অপসারণ পটুয়াখালীর মির্জাগঞ্জে সালমার প্রতারনার ফাদেঁ মাজারের হিসাব রক্ষক সোহাগ মল্লিক রিয়াজ হাওলাদারের পরিবারকে আর্থিক সহায়তা এবং দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে ‘বাশিস’ জেলা সম্মেলন’র প্রস্তুতি সভা ঐতিহাসিক গণঅভূত্থানের ১’ম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলের বিজয় মিছিল বাউফলে টাইফয়েড প্রতিরোধ টিকাদান ২০২৫ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বরিশালে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল

বরিশালে ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা মিছিল

Sharing is caring!

বরিশাল: লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে বরিশালে ‘রিকশা’ মিছিল বরিশাল: লকডাউনের চতুর্থ দিনে ত্রাণ ও রেশনের দাবিতে বরিশালে রিকশা মিছিল করেছে রিকশা শ্রমিক ও খেটে খাওয়া মানুষরা।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), শ্রমিক ফ্রন্ট ও ছাত্রফন্টের বরিশাল জেলার ব্যানারে এ রিকশা মিছিল বের করা হয়। কয়েকশ রিকশা, ভ্যান ও ইজিবাইক নিয়ে শ্রমিকরা রাজাবাহাদুর সড়ক হয়ে সদর রোড, হাসপাতাল রোড, সিঅ্যান্ডবি রোডসহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে মিছিলটি শেষ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা তাদের দাবির স্বপক্ষে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

শ্রমিক-নেতাকর্মীরা বলেন, আগের বছর লকডাউনের সময় তাদের মজুদ অর্থ ছিল। তাছাড়া বিভিন্নস্থান থেকে সহায়তাও পাওয়া গেছে। এ বছর তাদের কাছে কোনো অর্থ নেই, আবার ত্রাণ দেওয়া হচ্ছেনা। একদিন কাজ না করলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয়। অথচ বাঁচার প্রয়োজনের তাগিদে রিকশা নিয়ে বের হলেই প্রশাসনের বাঁধার সম্মুখীন হতে হয়। যেখানে নানাভাবে তাদের হয়রানি করা হয়। তাই আগে খাবার, তারপর লকডাউন ব্যবস্থার দাবি জানান তারা।

না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনমজুররা। তাদের জন্য সরকার ত্রাণ ও রেশনের ব্যবস্থা না করেই লকডাউন দিয়েছে। যার কারণে এই লকডাউন কার্যকর হচ্ছেনা। শ্রমিকদের জন্যও ত্রাণ এবং রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক ইমরান হাবীব রুমন, নিলিমা জাহান, শ্রমিক ফ্রন্ট নেতা শহিদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD