রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভা ও কর্মকর্তা নির্বাচন দিত্বীয়বারের মত কোভিড -১৯ কারনে স্হগিত করা হয়। আইনজীবী সমিতির এক বছরের জন্য ২০১৯ সালে নির্বাচিত কর্মকর্তাদের মেয়াদ ২০২০ সালে শেষ হয়। কোভিড -১৯ এর কারনে বিশেষ সাধারন সভার মাধ্যমে বর্তমান কমিটির মেয়াদ বর্ধিত করা হয়। পরবর্তীতে কোভিড -১৯ এর প্রভাব কমে আসলে নতুন করে আগামী ৮ এপ্রিল বার্ষিক সাধারন সভা ও কর্মকর্তা নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়। আ্যাডঃ আসাদুজ্জামান সেলিমকে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।কোভিড -১৯র নতুন করে ব্যাপক সংক্রমণে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল দেশ ব্যাপী লকডাউন ঘোষনা করা হলে,বরগুনা জেলা মেজিস্টেট এক চিঠিতে আইনজীবী সমিতির বার্ষিষি সাধারন সভা ও নির্বাচন বন্ধের নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার আ্যাড ঃ আসাদুজ্জামান সেলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কোভিড -১৯’র ভয়াবহতা যে ভাবে বৃদ্ধি পাচ্ছে এর মধ্য সাধারন সভা বা নির্বাচন আয়োজনের পরিবেশ নেই। স্বাস্হ সুরক্ষা হচ্ছে অন্যতম দায়িত্ব। আমরা এ ব্যাপারে জেলা মেজিস্টেটের নিকট থেকে নির্দশনা পেয়েছি। বার্ষিক সাধারন সভা ও নির্বাচন স্হগিত ঘোষনা করা হয়েছে, পরিস্হিতি স্বাভাবিক হলে সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
একদিকে নাম উল্লেখ না করার শর্তে আইনজীবী সমিতির কয়েকজন সদস্য, নির্বাচন আয়োজন না করার বিষয় বর্তমান কমিটির সভাপতি ও সম্পাদকের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন,আইনজীবী সমিতির গঠনতন্ত্র লংঘন করে বর্তমান সভাপতি ও সম্পাদক নেতৃত্ব আকড়ে রেখেছেন। এক বছরের জায়গায় ৩ বছরের বেশী সময় অনৈতিক ভাবে বিগত দিনে কোন কমিটি ছিলোনা বলেও তারা উল্লেখ করেন।আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আ্যাডঃ আঃ রহমান নান্টু বলেন, আইনজীবী সমিতির গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে,নির্বাচিত কমিটি না আসা পর্যন্ত বিশেষ সাধারন সভায় সদস্যরা গঠনতন্ত্র অনুসারেই বর্তমান কমিটিকে দায়িত্ব পালনের ক্ষমতা দিয়েছেন বলে তিনি দাবী করেন।