বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
বরিশাল: দোল উৎসব উদ্যাপিত হয়েছে বরিশাল। রোববার সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় শুরু হয় দোল উৎসব। শিশু থেকে বয়স্করা মেতে ওঠে রঙ খেলায়। সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
নগরীর শীতলাখোলা এলাকায় আয়োজন করা হয় ডিজে পার্টির। সেখানে অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করে বাহারি রঙের খেলায় মেতে ওঠে।
শীতলাখোলা এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী স্বাগতা দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবী এই দোল পূর্নিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এই দিনে আমরা প্রতিবছর দোল উৎসব উদ্যাপন করি।
দুর্জয় দাস নামে আরেকজন জানান, এখানে রঙ খেলতে অনেক লোক এসেছে। আমিও বন্ধুদের নিয়ে রঙ খেলতে এসেছি।
এদিকে নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন, সরকারি ব্রজমোহন কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব উদ্যাপিত হয়।