বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
আজ ২২ মার্চ সোমবার দুপুর ১২ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুর বরিশালে ইসলামিক ফাউন্ডেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা যাকাতের আর্থ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এ বি এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল, মোঃ আলম হোসেন, সহকারী পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল, আসমা আক্তার, ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়, রেজা মোঃ মহসিনসহ ইমাম ও হাফেজ বৃন্দারা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরে দরিদ্র অসহায় প্রতিবন্ধী ২৭ জন মানুষের মাঝে ২ লাক্ষ ২৪ হাজার টাকা যাকাতের অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরিশেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।