বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড পলাশপুর কাজির গোরস্থান সংলগ্ন হাওলাদার বাড়ীর সামনে ড্রেনের পাশে ময়লা ফেলানােকে কেন্দ্র করে রাসেল নামের এক যুবককে কুপিয়ে জখম করে একই এলাকার শাহিন হাওলাদার ও তার পরিবার।
ঘটনা সূত্রে জানা যায়, হাওলাদার বাড়ীর সামনে ড্রেনের পাশে কে বা কারা ময়লা ফেলে রেখে চলে যায়। তবে একই এলাকার শাহিন ময়লার পোটলাটি তুলে হাওলাদার বাড়ির সামনে ফেলাইলে রাসেল তাকে জিজ্ঞেস করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রাসেল ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে ওয়ালিদ বিন শাহিন ও তার পরিবারের লোকজন। ঘটনা শুনতে পেয়ে স্থানীয় কাউন্সিলর ও কাউনিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে স্থানীয়রা রাসেল কে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামলার ভয়ে শাহিন ও তার সন্ত্রাসী বাহীনি রাসেলকে হাসপাতালে গিয়ে হুমকী প্রদান করে। রাসেলের পরিবারের পক্ষ থেকে বরিশাল কাউনিয়া থানায় অভিযোগ দিলেও ঘটনার দুই দিন অতিবাহিত হলেও কোন তদন্তের জন্য আসেনি পুলিশ। এমনকি এই ঘটনায় কোন মামলাও রুজু হয়নি। এতে করে চরম আতঙ্কে রয়েছে রাসেল ও তার পরিবার। উল্লেখ্য এলাকাবাসী সূত্রে জানাযায়, শাহিন ও তার পরিবার ক্ষমতার দাপট দেখিয়ে সর্বত্র সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।