শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি : বরগুনায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে মারধরের ঘটনায় ঢলুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম বিশ্বাসকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে তার কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে কামরুলকে।
সন্তোষজনক জবাব না দেয়া পর্যন্ত ছাত্রলীগের সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকতেও বলা হয়েছে। কামরুলের বিরুদ্ধে অভিযোগ, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসির আলমকে চাঁদার দাবিতে মারধর করেন তিনি। এ ঘটনার পরের দিন নাসির বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টি জানতে পেরে পরে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে জেলা ছাত্রলীগ।
নাসির বলেন, ‘কামরুল ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পাওয়ার পর ঢলুয়া ইউনিয়নে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এলাকার বিদ্যুতায়নে আমি নিজ উদ্যোগে কাজ করছি। এ জন্য সে আমার কাছেও চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় কামরুল আমাকে মারধর করে।’ তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে কামরুল বলেন, ‘নাসির আলম বিদ্যুৎ দেয়ার নামে এলাকার লোকজনের কাছ থেকে টাকা নিয়েও সংযোগ দিচ্ছে না। এলাকাবাসী আমার কাছে বিষয়টি বলার পর আমি তাকে ডেকে দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেয়ার অনুরোধ করি। ‘এতে আমার ওপর চড়াও হন নাসির এবং কথা-কাটাকাটি হয়। আমি তার কাছে চাঁদা দাবি করেছি, কথাটি অসত্য ও বানোয়াট।