রবিবার, ২৭ Jul ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে নগরীর জেলখানার মোড় ও কাউনিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মুসলেম উদ্দিন (৩৮) এবং রনি হাওলাদার (২৫) নামক ব্যক্তিকে গাঁজা সেবন করে অস্বাভাবিক আচরণ করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম অব্যবহৃত গাঁজাও পাওয়া যায় যা জব্দ করে পরবর্তীতে বিনষ্ট করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) এর (গ) ধারা লংঘন করার দায়ে ধারা ৩৬ (৫) অনুযায়ী দোষী সাব্যস্থ করে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় পাশাপাশি উভয়কে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।