মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
বরিশালে মুজিব শতবার্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
জীর্ন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ এবারের এ প্রতিপ্যাদ্য বিষয় নিয়ে আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মুজিব শতবার্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ্যে উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদ, সভাপতি ক্যাব বরিশাল রণজিৎ দত্তসহ হোটেল রেস্তোরাঁ মালিক, শিল্প প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
শেখানে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা দিবসের তাৎপর্য তুলেধরে আলোচনা করেন।