মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
বরিশালে জেলা সমাজসেবা বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভা এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ জেলা কমিটির সভা অনুষ্ঠিত।
আজ (২৬ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টার জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বরিশাল জেলা সমাজসেবা অধিদফতরাধীন বাস্তবায়নরত বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভা এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ জেলা কমিটির সভা ২০২১ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, অধ্যক্ষ মেমী আক্তার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা বরিশাল, সহকারী পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল মোঃ শহিদুল ইসলাম, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয় পরে অতিথিরা সমাজসেবার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।