রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২১ শে জানুয়ারি ২১ ইং তারিখ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন দুপুর আনুমানিক ১.১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, রবগুনা জেলার আমতলী থানাধীন মধ্যচন্দ্রা এলাকায় জিআর মামলা নং-৫০০/১৬ (আম) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উক্ত স্থানে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আনুমানিক ৩.৩০ মিনিটের সময় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করলে তাকে ঘেরাও পূর্বক একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা নাম মোঃ মিজানুর রহমান (৩৮), পিতা-মৃত আঃ রহিম, সাং-মধ্য চন্দ্রা, থানা-আমতলী, জেলা-বরগুনা বলে জানায়।
উক্ত গ্রেফতারকৃত আসামীর নিজ স্বীকার উক্তি দেন যে, বরগুনা জেলার আমতলী থানার জিআর মামলা নং-৫০০/১৬ (আম) এর ওয়ারেন্টভুক্ত আসামী ।
সুএে যানাযায়, গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানার জিআর মামলা নং-৫০০/১৬ (আম) মূলে তাকে হস্তান্তর করা হয়।
এবিষয় পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।