শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে’র সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগননা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করেন। প্রতি দশ বছর পর জনশুমারী হয়। এবারে তারা আগেকার চেয়ে সমৃদ্ধ তথ্য এবং ট্যাবের মাধ্যমে পেপার লেস কার্যক্রম করবেন। যেখানে চার লাখ কর্মী এই জনশুমারী ও গৃহগণনা তথ্য সংগ্রহে কাজ করবে।
এই কাজে সঠিক তথ্য দেয়ার জন্য সবার কাছে আহবান করেন। তিনি আরো বলেন, দেশের নাগরিকদের মৌলিক চাহিদা পুরনের জন্য নীতি ও পরিকল্পনা প্রণয়নে জনশুমারি ও আদমশুমারির প্রয়োজনীয়তা অপরিসীম। মন্ত্রী বলেন, বাংলাশেদশ আজ অর্খনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে।
দেশের উন্নয়নের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভুমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আমরা সেই উন্নয়নকে আরোএগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। ইতমধ্যে দক্ষিণঞ্চলের উন্নয়ন হয়েছে। অচিরে আরো উন্নয়ন কর্মকান্ডের জন্য বরাদ্দ দেওয়া হবে। বরিশাল পিছিয়ে থাকবেনা। বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ,পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিকল্পনা ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।