মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার কাউন্সিলর নুরুল হক জমাদ্দার এর সমর্থক মোটরসাইকেল মেকানিক আফসার নিহত। রবিবার বেলা আড়াইটায় পাতারহাট আরসি কলেজ সংলগ্ন স্যামল শীলের সেলুনের সম্মুখে পৌর সভার কাউন্সিলর প্রার্থী ৮ নং ওয়ার্ডের উটপাখী মার্কার প্রার্থী সাকি কাওসার (নিপ্পন তালুকদার) নিজেই কথা কাটাকাটির এক পর্যায় এলপাথারি লাথি, ঘুষি ও ধাক্কা মারেন মেকানিক আফসার হোসেন কে। তাৎক্ষণিক মোটরসাইকেল মেকানিক আফসার মাটিতে লুটিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে আজ সোমবার সকালে মৃত্যু বরন করেন । এবিষয়ে জানতে পৌরসভার ৮ নং প্রার্থী নিপ্পন তালুকদারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। কাউন্সিলর নুরুল হক জমাদ্দার বলেন, নিপ্পন তালুকদার অতর্কিত হামলা করে আফসারের মৃত্যু আমার নিপ্পন সহ তার মদত দাতাদের দৃষ্টান্ত মু্লক শাস্তি চাই । এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানন বিষটি তিনি শুনেছেন কিন্তু এখনও কোন লিখিত অভিযোগ আসেনি।