বুধবার, ২১ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
হত্যা মামলায় কারাগারে গেলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরু ইসলাম জামাল মোল্লা। মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক রফিকুল ইসলাম আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৬ সালের ৭ জুলাই উলানিয়ার আওয়ামী লীগ কর্মী ফারুক সরদার হত্যা মামলার অন্যতম আসামি হলেন জামাল মোল্লা। জামাল মোল্লার পারিবরিক সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে তাকে এ মামলার আসামী মিরা হয়েছে। তাদের দাবি, মেঘনার চরে দুপক্ষের মারামারির সময় ফারুক সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। হত্যা মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্ত চলছে। দীর্ঘ চার বছরে জামাল মোল্লা আদালতে হাজির হননি। গত নভেম্বরে তিনি উচ্চাদালতে জামিন প্রার্থনা করলে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী তিনি মঙ্গলবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। জামাল মোল্লা মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে স্থগিত থাকা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।