বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন থানার বড়মানিকা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড ভুক্ত দক্ষিণ বাটামারা গ্রামের প্রবাসী সালাউদ্দিন এর মেয়ে ইমা(১৯) কে, প্রতিবেশী মিলন আইট্টার ছেলে, মঞ্জু আইট্টা (২৫) অনুমান ৬/৭ মাস পূর্বে বিবাহ করে। যৌতুক ছাড়া এই বিবাহ, মঞ্জুর বাবা মিলন আইট্টা ও মা আমেনা বেগম মেনে নেয় নাই। বিবাহের পর থেকে ইমা তার বাবার বাড়িতেই থাকেন।স্বামী মঞ্জু প্রায় ই ইমার কাছে আসা যাওয়া করত। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে রাত ০৮ ঘটিকায় ইমার স্বামী মঞ্জু ইমাদের বাড়িতে যায়। রাত অনুমান ০৯.০০টার দিকে রাতের খাবার খেয়ে সকালে ঘুমিয়ে পড়ে।রাত অনুমান ১১ঃ৩০ ঘটিকায় স্বামী মঞ্জু ইমাকে ডেকে ইমাদের ঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ে নিয়া যায়।সেখানে মঞ্জু ইমার নিকট যৌতুক দাবি করে।ইমা দিতে অস্বীকার করলে, শ্বশুড় মিলন আইট্টা,শ্বাশুড়ি আমেনা বেগম,দেবর নজরুল সহ অজ্ঞাত ২/৩ জনের প্ররোচনায় এবং সহযোগিতায় মঞ্জু ইমার গায়ের ওড়না দ্বারা হাত-পা বেঁধে,মুখ চেপে ধরে মার ধোর করে।একপর্যায়ে ইমাকে হত্যার উদ্দেশ্যে ইমার গায়ে আগুন লাগিয়ে, সকলে পালিয়ে যায়।ইমার ডাক চিৎকারে, ইমার মা চাচী সহ আরো অনেকে এসে ইমাকে উদ্ধার করে ২৮ডিসেম্বর২০২০ তারিখ রাত অনুমান ০১ ঘটিকার সময়, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঐ রাতেই ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করেন। ইমা বর্তমানে চিকিৎসাধীন আছে। ইমার মা সুরমা বেগম ও নানা নুরনবী চিকিৎসার কাজে নিয়োজিত থাকায়,তার মামা মোঃ মিজান বাদী হয়ে ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে রাতে ০১। মঞ্জু আইট্টা (২৫),০২। মিলন আইট্টা(৫৫),০৩। আমেনা বেগম (৫০),০৪। নজরুল ইসলাম সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় এজহার দায়ের করেন। ভিকটিমের মামার এজহারের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম মামলা রুজু করেন।মামলা নং ২০ তারিখ- ২৮/১২/২০২০ ইং, ধারা – নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৪(১)/১১(গ)/৩০। এই ঘটনার ব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম বিপিএম কে জিজ্ঞেস করলে সে বলেন। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক এবং স্পর্শকাতর বিবেচনায় এনে অধিক গুরত্বের সাথে তদন্ত কার্যক্রম করে যাচ্ছি।জড়িতদের শীগ্রই গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করার জন্য অভিযান চলছে।