মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর রুপাতলীর সেরনিয়াবাত সেতু সংলগ্ন গাজী পাড়া এলাকায় সুদের টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের জমি ও বসত ঘড় জোড় করে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, রুপাতলী ২৪নং ওয়ার্ড এর গাজী পাড়ার গাজী বাড়ির স্থানীয় বাসিন্দা আইনজীবী সহকারী ওই এলাকার আঃ হালিম হাওলাদার ও তার পরিবার নিয়ে বসবাস করে আসছে। বিগত সময়ে বিভিন্ন প্রয়োজনে ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম মন্টু’র (সুদি মন্টু) কাছ থেকে হালিম হাওলাদার ধার বাবদ টাকা আনতো এবং তা পরিষদ ও করে দিতো। একটা সময়ে সুসম্পর্ক গড়ে ওঠায় বড় ধরনের আর্থিক লেনদেন ও করেন হালিম হাওলাদার। যা একাধিক ব্যাংকের চেকের মাধ্যমেও তা পরিষোধ করে দিতো। এই বিশ্বাসে ব্লাঙ্ক চেকের মাধ্যমেও লেনদেন করতো। একটা সময়ে মন্টু ওরফে সুদি মন্টু একটি ১ লাখ টাকার চেক আটকে দেয় সাথে হালিম হাং এর স্বাক্ষরিত কিছু খালি স্টাম্পও আটকে দেয়। পরে মন্টু সেই স্টাম্প দ্বারা জাল দলীল তৈরি করে হালিম হাওলাদারের বসত ঘড়ও ৬ শতাংশ জমি লিখি নিয়ে তার মালিকানা দাবী করেন। বিষয়টি বুঝতে পেরে হালিম হাং গত ১৭ তারিখ কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার অভিযোগ তদন্তের দ্বায়ীত্বভার পান থানার এস আই আসাদুল ইসলাম। এবিষয়ে স্থানীয় রুপাতলী গ্যাসটারবাইন এলাকার শাহ্ আলম হাং বলেন, মন্টু’র কাছ থেকে বিগত দিনে ৫০ হাজার টাকা সুদ বাবধ আনলেও সঠিক সময়ে দিতে না পারায় তার ১৪ শতাংশ জমি কেড়ে নিয়ে তাকে নিস্বঃ করে দেয় মন্টু। রুপাতলী পল্লি বিদুৎ এলাকার খলিল কাজী কে সুদে টাকা দিয়ে বসত ঘড়ের জমি কেড়ে নেয় এই মন্টু। স্থানীয়রা জানায় তার কাজই মানুষ কে টাকা ধার বাবধ সুদ নেয়া আর দিতে না পারলেই জমি কেড়ে নেয় সে। এদিকে এবিষয়ে রফিকুল ইসলাম মন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে সুদের টাকার বিষয় নেই। আমি তার কাছে টাকা পাবো সেই টাকা দিতে না পারায় হালিম হাওলাদার আমার কাছে জমি বিক্রি করে দেয়।