মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
বরিশালে জেলা প্রশাসক এর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা ও শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান । এবারে শীতের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত কম্বল। আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবসের প্রাক্কালে এবছরের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বিকাল ৪ টায় নগরীর বগুড়া রোডস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে। মহানগরীর মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, সাবেক জেলা কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরীসহ জেলা ও মহানগর এর মুক্তিযোদ্ধার উপস্থিত ছিলেন।
এসময় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা কথা বলেন। পরে মুজিব জন্মশতবার্ষিকীর লোগো সম্বলিত টিশার্ট এবং শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।