রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় আজ সকালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা এবং বঙ্গবন্ধুকে অপমান করে বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি(বামাশিক) বরগুনা জেলা শাখা। বামাশিক জেলা সভাপতি আঃ ওহাবের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্যে রাখেন,বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম,সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল হক,জিলা স্কুলের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম,মাহবুবুর রহমান,সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক, বাবুল আক্তার,জিলা স্কুলের শিক্ষক হারুন-অর রশিদ প্রমূখ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন,বঙ্গবন্ধুকে নিয়ে যারা আজ বিতর্ক সৃষ্টি করছে,ভাস্কর্য ভাংচুর করছে তারা মুক্তিযুদ্ধের চেতনাধারনকারী হতে পারেনা। বঙ্গবন্ধু, দেশ আর মুক্তিযুদ্ব এক এবং অভিন্ন এটাই হচ্ছে আমাদের চেতনার জায়গা। রাজনৈতিক দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু আর মুুক্তিযুদ্বকে নিয়ে বিরোধীতা করা রাষ্ট্রদোহীতার শামিল।এদের বিরুদ্বে সরকারকে কঠিন ব্যাবস্হা নেয়ার দাবী জানানো হয় শিক্ষকদের সমাবেশ থেকে