রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে আজ জাতির জনকের জীবনী ভিত্তিক ফটোএলবাম “শতবর্ষে মুজিব’গ্রন্হের মোড়ক উন্মোচন করা হয়। বেলা ১ টায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আয়োজিত শতবর্ষে মুজিব’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী,পৌর মেয়র শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক আশ্রাফুল আলম,মুক্তিযুদ্ব ৭১’র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি,আনোয়ার হোসেন মনোয়ার,মুক্তিযোদ্ধা আঃ রশিদ,আঃ মোতালেব মৃধা,সাংবাদিক সাংবাদিক চিত্তরন্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল,প্রেসক্লাব সভাপতি,আ্যাডঃ সন্জীব দাস,মুক্তিযোদ্ধা সুখরন্জ্ঞন শীল,শিল্প কলা একাডেমীর সম্পাদক আ্যাডঃ মনিরুজ্জামান। নির্বাহী মেজিস্টেট নাজমুল হাসান ইমনের সম্পাদনায় বঙ্গবন্ধুর জীবনভিত্তিক গ্রন্হটি মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে উৎসর্গ করা হয়েছে। বঙ্গবন্ধুর জীবনী সংকলিত গ্রন্হ প্রকাশনা বিষয় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন,মুক্তিযুদ্ব আর বঙ্গবন্ধু এক এবং অভিন্ন চেতনা। মুক্তিযুদ্ব আর বঙ্গবন্ধুকে জানার অনেক কিছু রয়েছে, আগামী প্রজন্মকে জানানোর জন্যই আমাদের এ প্রকাশনা।