মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে গনতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন বাউফলে সাংবাদিককে ইউএনও’র জেল দেয়ার হুমকি সাম্যের খুনীদের ফাঁসির দাবীতে বিএম কলেজ ছাত্রদলের মশাল মিছিল কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত বাউফলের ঢাকাগামী লঞ্চে যাত্রী সেজে মদ পাচারকালে এক যুবক গ্রেফতার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান বিএনপির দলীয় পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে হুমকি থানায় জিডি লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
উজিরপুরে শহীদ পরিবারের ঘেরের মাছ লুট করে জমি দখলের পায়তারা

উজিরপুরে শহীদ পরিবারের ঘেরের মাছ লুট করে জমি দখলের পায়তারা

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংখ্যালঘু শহীদ পরিবারের ঘেরে জাল ফেলে লক্ষাধিক টাকার মাছ লুট করে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রতিপক্ষ ভ‚মিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও ভুক্তিভোগী পরিবার সূত্রে জানা যায়- উপজেলা দক্ষিণ সাতলা গ্রামের মৃত সুরেশ বাড়ৈর ছেলে বিভুদান বাড়ৈ(৬০) এর সাথে একই গ্রামের সবুজ সেরনিয়াবাদ গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর বেলা ১১টায় বিভুদান বাড়ৈর ভোগদখলীয় ঘের থেকে আদালতের নিশেধাজ্ঞা উপেক্ষা করে একই গ্রামের ভুমিদস্যু সবুজ সেরনিয়াবাদ (৪৬), মোশারেফ হোসেন সেনিয়াবাদ (৫১), নাঈম সন্যামত (১৯), তায়েব সন্যামত(২২), সেকেন্দার সন্যামত(৪০), ল্যানসন মন্ডল (২১), বিলাশ(২০), সোহাগ বেপারী(২৪), রুহুল আমিন(৪০), ইস্তিফান(৪২), সুমন বিশ্বাস(২৮) মিলে জোড় পূর্বক লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় বিধুদান বাড়ৈ বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে মাছ নিয়ে চলে যায়। উল্লেখ্য, ৫ নং সাতলা মৌজায় এস,এ খতিয়ান নং ১/৬, দাগ নং , মোট জমির পরিমান ১-৯৮ শতাংশ। উক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে এবং একাধিক মামলা চলমান রয়েছে। ইতিপূর্বে ওই ঘেরের জমি নিয়ে বিভুদান বাড়ৈ আদালতে ১৪৪/১৪৫ ধারা মতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছিল। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোড় পূর্বক ঘেরের লক্ষাধিক টাকার মাছ ধরে বিক্রি করে জমি দখলের পায়তারা চালিয়েছিল। এরপর সেই ঘটনায় আদালতে সিআর ৫৮/২০২০ নং মামলা দায়ের করেন। মামলা চলমান থাকা অবস্থায় পুনঃরায় ভুমিদস্যুরা লক্ষাধিক টাকার মাছ ঘের থেকে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বিভুদান বাড়ৈ বাদী হয়ে ১০ ডিসেম্বর উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগযোগ করা সম্ভব হয়নি। ভুক্তভোগী বিভুদান বাড়ৈ জানান, ওই ভুমিদস্যু সন্ত্রাসীরা আমার ঘেরের জমি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। তারা এলাকায় ভূমিদস্যু হিসেবে সু-পরিচিত। আমাদের পরিবারের সরলতার সুযোগ নিয়ে ওই প্রভাবশালী ভুমি দস্যুরা আমার ঘেরের বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ প্রকাশ্যে জাল ফেলে ধরে নিয়ে যায়। বাঁধা দিতে গেলে হামলার শিকার হই। তার পিতা সুরেশ বাড়ৈ এবং চাচা পরেশ বাড়ৈ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD