বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
আজ ২৫ নভেম্বর বুধবার সকাল ১০ টায় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মোঃ সোয়াইব মিয়া, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি বরিশাল মোঃ জাকারিয়া, জেলা ক্যাবের সভাপতি রনজিৎ দত্ত্ব, অতিরিক্ত পুলিশ সুপার, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ স্থানীয় পর্যায়ের অংশিদারগন অংশগ্রহন করেন। সেমিনারে অতিথিরা ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।