বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
নিজস্ব ঠিকানা পেল বরিশালের হরিজন সম্প্রদায়ের ৪৮টি পরিবার।
নগরীর আমীর কুটির এলাকায় রোববার দুপুরে হরিজন পল্লিতে ‘সেবক কলোনি’ বহুতল ভবনের উদ্বোধন করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরে ৬ তলা ওই ভবনের ৪৮টি ফ্লাটের চাবি পরিবারগুলোকে বুঝিয়ে দেন মেয়র।
তিনি বলেন, নগরীর কাউনিয়া এলাকায় হরিজনদের জন্য আরও দুটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। ওই ভবন দুটির কাজ শেষ হলে হরিজনদের আবাসন সংকট কাটবে।
সেবক কলোনি প্রকল্পে ব্যয় হয় ছয় কোটি টাকা। ছয় তলা ভবনের প্রতিটি তলায় আটটি ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৩ হাজার ৮২২ বর্গফুট। এই ভবনের বাসিন্দারা সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী।
পরে মেয়র ভেক্যুয়াম টাইপ রোডে স্যুইপার ট্রাক উদ্বোধন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সহজে রাস্তা পরিষ্কারের জন্য ১২টি মেশিন দিয়েছে সিটি করপোরেশনকে।