বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
আজ শনিবার দুপুরে নগরীর সদর রোডে এ কর্মসূচীর আয়োজন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর। এসময় পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ একাত্মা প্রকাশ করে। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে গণঅবস্থাণ কর্মসূচীতে বক্তৃতা করেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ দাস মিঠু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নাড়ু সহ পূজা উদযাপন পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। গণঅবস্থান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড, চকবাজার,গীর্জা মহল্লা এলাকা প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।