সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ ও আলোচনা সভাসহ যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালন করা হয়েছে জেল হত্যা দিবস। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল থেকে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সূর্যদয়ের সাথে সাথে নগরীর সদর রোডসহ শহীদ সোহেল চত্ত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।
পরবর্তীতে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের পাশে রক্ষিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রথমেই প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এরপর পরই বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণ করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জাতীয় তার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এছাড়াও পর্যায়ক্রমে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বরিশাল জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের দলীয় জনপ্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি’র তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল কাদের, প্রচার সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু ও প্যানেল মেয়র এ্যাডাভোকেট রফিকুল ইসলাম খোকন।