বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
আজ ২ নভেম্বর সোমবার সকাল ১১ টায় আভাস বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে স্যানিটেশনের অসমতা দূরীকরণ বিষয়ক জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা। বিশেষ অতিথি ছিলেন জেলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ছিলেন। আলোচনায় অতিথিরা স্যানিটেশনের অসমতা দূরীকরণ বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।