শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি : বরগুনার শহরের উপকন্ঠে সুজার খেয়াঘাট সংলগ্ন আয়রন ব্রীজটি ভেঙ্গে পড়েছে। রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা জাহিদ হাওলাদার বলেন, মাগরিবের নামাজের সময় আমরা প্রচন্ড জোড়ে শব্দ শুনতে পাই, এরপর গিয়ে দেখি ব্রীজটি ভেঙ্গে পড়েছে। এ সময় সেতুতে থাকা তিনটি ছেলে নদীতে পড়ে গেলেও ভাগ্যক্রমে তারা হতাহত হয়নি। খেয়াঘাট সংলগ্ন বাসিন্দা উজ্জ্বল সরকার বলেন, নদীতে ট্রলার ও মালবাহী নৌযান চলাচলে অনেক সময়ই ব্রীজটিতে ধাক্কা লাগে। এভাবে আস্তে আস্তে ব্রীজটিতে ফাটল ধরেছিল। জানা যায়, এই এলাকার হাজার হাজার মানুষের পাড়াপারের জন্য সুজা মিয়া নামে এক লোক ধানের বিনিময়ে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতো তার নাম অনুসারে সুজার খেয়া ও সুজার খেয়াঘাট হিসেবে এলাকাটির পরিচিতি পায়। বিগত ২২ বছর পূর্বে ব্রীজটি নির্মিত হলেও এর রক্ষণাবেক্ষণ অথবা তদারকী করা হয়নি এ কারণে ব্রীজটি ভেঙ্গে পড়েছে।