বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান এই স্লোগান নিয়ে আজ ১ নভেম্বর রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা এবং যুব ঋণের চেক, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালক নূরে আলম আকতার, সহকারী পরিচালক মোঃ শোয়েব ফারুক সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে জেলার সদর উপজেলার ৫ জন যুব পুরুষ -যুব মহিলা কে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণ, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত চারজন যুবদের সনদ ও তিনজনকে পুরস্কার বিতরণ করা হয় ৷