বুধবার, ৩০ Jul ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজামন্ডপ ও গৈলা মনসা মন্দির পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার উপজেলার গৈলায় বিজয় গুপ্তের মনসা মন্দির, গৈলা কর্মকার বাড়ির সার্বজনীন দুর্গা মন্দির, সদরের কেন্দ্রীয় পূজামন্ডপসহ বিভিন্ন এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সহধর্মীনি রীতি সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি (শিক্ষা) প্রশান্ত কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উজিরপুর সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মনসা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সুশান্ত কর্মকার, দিলীপ কর্মকারসহ প্রমুখ।