শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি : বরগুনায় এবার সীমিত করে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। তাই প্রতিমা তৈরির শেষ সময় পার করছেন মৃৎ শিল্পীরা।
এ বছর বরগুনায় মোট ১৪৯টি পূজামন্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন। যার মধ্যে বরগুনা সদরে ২২ টি, পাথরঘাটায় ৪৯ টি, বামনা ১৮ টি, আমতলী ১২ টি, বেতাগী ৩৫ টি ও তালতলী উপজেলায় ১৩ টি পূজামন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে দুর্গাপূজা। শেষ হবে ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতীমা বির্সজনের মধ্যে দিয়ে।
বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখ রঞ্জন শীল বলেন, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বাত্বিক আচারের মাধ্যমে পূজার আয়োজন সীমাবদ্ধ রাখা হবে। এ সম্পর্কিত ২৬টি নির্দেশনা মেনে আমাদের পূজা করতে হবে।
পুলিশ সুপার মো. মারুফ হোসন (পিপিএম) বলেন, প্রতিটি পুজামন্ডপে শান্তি শৃংখলা রক্ষায় পুলিশসহ আনসার সদস্য মোতায়েন করা হবে। নজরদারী বাড়ানো হয়েছে। টহলে থাকবে আইন শৃংখলা বহিনী। কোন ধরণের বিশৃংখলা ঘটানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।
বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। কোভিড-১৯ মহামারি পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সরকারি সিদ্ধান্ত মেনে সবাই দুর্গোৎসব পালন করবেন।