শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পূর্ব লাকুরতলা থেকে রোড়পাড়া বাজার পর্যন্ত এলজিইডির নির্মাণাধীন সড়ক নির্মানের কাজে ঠিকাদারের দূর্ণীতি ও গাফিলতির বিচার সহ দ্রুত সড়কটির নির্মান শেষ করার দাবীতে আজ বিকালে এই সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন,১-৫-২০১৯ তারিখ ঠিকাদারি প্রতিস্টান মেসার্স মহিউদ্দিন কে কার্যাদেশ দেয়া হয়। ১৬-১২-২০১৯ তারিখের মধ্য আড়াই কিলোমিটার সড়কের নির্মান কাজ শেষ করার কথা থাকলেও সড়কের কিছু অংশ নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ শুরু এলাকাবাসী শিডিউল অনুসারে কাজ করার দাবী করে। একপর্যায়ে ঠিকাদারের লোকজন কাজ শেষ না করে চলে যায়। দ্রুত সড়কের কাজ শেষ করার দাবীতে এলাকাবাসী নির্বাহী প্রকৌশলী এবংবরিশাল বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প পপরিচালক বরাবরে লিখিত অভিযোগ দেন। ২৮/৮/২০২০ তারিখ নির্বাহী প্রকৌশলী ২৮ দিনের মধ্য সড়কের কাজ শেষ করার নির্দশনা দিয়ে চিঠি দেয়ার ২ মাসের বেশী সময় অতিবাহিত হলেও ঠিকাদার কোন জবাবও দেননী কাজও শুরু করেনী। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ সড়ক নির্মানে ঠিকাদারের গাফিলতির অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন,ঠিকাদার কাজটি ফেলে রাখায় জনগন এবং যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ঠিকাদার চুক্তিলংঘন করেছেন উল্লেখ করে নির্বাহী প্রকৌশলী বলেন,কাজ শুরু না করলে চুক্তি ও ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হবে। মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্যে রাখেন,আবুল বাশার মোল্লা,গোলাম হায়দার নীলু,শফিকুল ইসলাম শীবু মোল্লা প্রমূখ।