শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু মুদি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/ চিকিৎসা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হিজলা উপজেলা বিএনপির র‍্যালী অনুষ্ঠিত বাউফলে পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন কলাপাড়ায় লামিয়া হত্যা মামলা থেকে নিরিহদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী জমির বায়না টাকা নিয়ে বিপাকে পড়ে কুয়াকাটায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস
সংস্কারের অভাবে কুয়াকাটার রাখাইন মার্কেটের মাঠ এখন জলাশয়ে পরিনত

সংস্কারের অভাবে কুয়াকাটার রাখাইন মার্কেটের মাঠ এখন জলাশয়ে পরিনত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি। হঠাৎ করে দেখলে মনে হবে, এ যেন বড় ধরনের দিঘী কিংবা জলাশয়। কিন্তু তার কোনটাই নয়। এটি হচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেটের মাঠ। বৃষ্টির পানিতে টইটুম্বুর রয়েছে। পচাঁ পানি দূর্গন্ধসহ মশার প্রজনন কেন্দ্রে পরিনত হয়েছে। এ মাঠে জলাবদ্ধতা নিরসনের স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মানের দাবী জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ি ও আগত পর্যটকরা।
কুয়াকাটা রাখাইন মার্কেটের একাধিক ব্যাবসায়ী জানান, বড় মাঠটির তিন দিকে বিপণি বিতান, একদিকে মার্কেটে প্রবেশ সড়ক। আর এর পাশেই রয়েছে রাখাইন বৌদ্ধ বিহার। শুকনো মৌসুমে প্রতিদিন পড়ন্ত বিকেলে কিংবা সন্ধ্যার পর এ মাঠে পর্যটকদের আড্ডা বসতো। এছাড়া বিভিন্ন সময় রাখাইনদের নিজস্ব সাংস্কৃতি মঞ্চায়ন হতো এ মাঠে। কিন্তু বর্তমানে সামান্য বর্ষা হলেই মাঠে হাটু পরিমান পানি জমে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে বেড়ে যায় মশার উৎপাত। তবে স্থানীয় বাঙ্গালী ও রাখাইনদের সাথে ভূমি বিরোধের কারনে ড্রেনেজ ব্যাবস্থা কাজ ধীরগতিতে হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পর্যটক কবিরুল ইসলাম বলেন, প্রথম দেখে ধারনা করেছিলাম এটি দিঘী। কিন্তু স্থানীয়দের কাছ থেকে শুনে বুঝতে পারলাম দিঘী জলাশয় কোনটই নয়। এখানে রাখাইন মহিলা মার্কেটের মাঠ। বৃষ্টির পানি জমে টইটুম্বুর হয়ে আছে।
ব্যাবসায়ি রাখাইন উসো মং বলেন, বর্ষা মৌসুমে দুর্ভোগ হচ্ছে। রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসবসহ বাঙালিদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এ মাঠে। কিন্তু এ সমস্যা নিরসনে কারোই কোনো উদ্যোগ নেই। ব্যাবসায়ি জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটকরা মার্কেট ঘুরে দেখা ও কেনাকাটা ছাড়াও মাঠে বসে আড্ডা জমাতেন। কিন্তু জলাবদ্ধতার কারণে এখন হোটেলে বসে সময় কাটাতে হয় পর্যটকদের। অপর এক ব্যাবসায়ি সুমন জানান, পানি পঁচে দুর্গন্ধ ছড়িয়েছে। এছাড়া বাড়েছে মশার উৎপাত। এ মাঠে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবী জানান তারা।
কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেব মোল্লা জানান, কুয়াকাটায় ড্রেনেজ ব্যবস্থার কাজ শুরু হয়েছে, আশা করি শীঘ্রই এ সমস্য সমাধান হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD