বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
বরিশালে দ্বীতিয় দিনে ধর্ষকদের দৃষ্টন্তমূলক বিচারের দাবীতে সাধারন শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ এসো বোন-এসো ভাই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, ধর্ষকদের বিরুদ্ধে চল চল ছাত্র-জনতা আরেকবার যুদ্ধে যাই,মুক্তি যুদ্ধের বাংলায় ধর্ষকদের স্থান নাই। আল্লাহর দোহাই লাগে আমাদের বাচতে দে, স্বাধীনতার পরেও যেখানে নিরাপত্তাহীনতা এর চেয়ে বরং ফাঁসি দেও আমায় এধরনের বিভিন্ন বানি লেখা বিভিন্ন পে-কার্ড নিয়ে ও শ্লোগানে শ্লোগানে নোয়াখালীতে নৃশংস নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালনের মধ্যে বরিশাল মহানগরী শহরকে উত্তল করে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী সহ বরিশাল নগরের বিভিন্ন কলেজের সাধারন শিক্ষার্থী গণ সংহতি আন্দোলনের ছাত্র ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার (৭ই) অক্টোবর কর্মসূচির দ্বীতিয় দিনে নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে পৃথকভাবে সাধারন ছাত্র-শিক্ষার্থীরা সহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচি পালন করেন। সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের শিক্ষার্থী আদনান তুর্য,(ঢাবি)শিক্ষার্থী আজমান সামিদ, নাছিফ মেসকাত সহ বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী মাসরুফ,সিফাত ও মুনার নেতৃত্বে বিভিন্ন কলেজের ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা সদররোডে ধর্ষকদের বিচারের দাবী জানিয়ে বিভিন্ন বানি লেখা সংবলিত পে-কার্ড নিয়ে প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় বলেন, আমাদের সরকার প্রধান একজন নারী হয়ে দেশে নারীদের ক্ষমতায়ন উন্নতি করতে সক্ষম হলেও তার দলের ছাত্রলীগ-যুবলীগের হাত থেকে নারীদের ইজ্জতের সম্ভব রক্ষা করার নিশ্চিত করতে পারেনি। পরে তারা বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন সড়কে নারীদের নিরাপত্তা রক্ষা করা সহ ধর্ষকদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পুনরায় ফিরে এসে আগামীকাল পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষনা করে আজকের কর্মসূচি শেষ করে। একই সময় অশ্বিনী কুমার টাউন হল চত্বরের সামনে ধর্ষকদের দৃষ্টন্ত মূলক শাস্তি ফাঁসির প্রত্যশা করে গণ সংহতি আন্দোলন বরিশাল শাখার ছাত্র ফেডারেশনের সদস্যরা রাস্তায় বসে দিনব্যাপি অবস্থান কর্মসূচি পালন করে। অপরদিকে বেলা ১২টার দিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বেড় করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বর সদররোডে ফিরে এসে এক প্রতিবাদী সমাবেশ করে। বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সাধারন সম্পাদিকা পূস্প চক্রবর্তী, বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, সাংস্কৃতিক সদস্য অপূর্ব রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সদস্য মিথুন,মারিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা।