বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
অব্যহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষন , নারীর প্রতি সহিংসতা সহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। পাশাপাশি নেয়াখালীর বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এর সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক সাস্তি’র দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে সাধারন শিক্ষার্থীরা। এখানে সাধারন শিক্ষার্থী বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা-বোনেরা ধর্ষণের শিকার হয়েছিল তখন আমরা পরাধীন ছিলাম। এখন আমরা স্বাধীন হয়েও সেই স্বাধীন বাংলাদেশে ধর্ষণ করে পাড় পেয়ে যাওয়া এটা বিচারহীনতার কথা মনে করিয়ে দেয়। আমরা চাচ্ছি ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ রুখে দাড়াবার পাশাপাশি এসকল অপরাধীদের কঠোর শাস্তির আওতায় এনে দ্রুত বিচার কাজ শেষ করার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান তুর্য সহ বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থী মেসকাত,নাসির নাফিজ,লুনা, শিফা ও আজমুন প্রমুখ। একই সময় মানববন্ধন কর্মসূচী পালন করে বরিশাল মহিলা পরিষদ সহ বিভিন্ন উন্নয়ন সংগঠন সদস্য, মহিলা আইনজীবী সদস্যরা। এসময় নারী নেতৃবৃন্দরা সম্প্রত্তি স্বরাষ্ট্র মন্ত্রীর দেওয়া বক্তব্যতে ধিক্কার জানিয়ে ধর্ষণের বিচারের আইন পরিবর্তনের দাবী করেন। বরিশাল জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল মহিলা পরিষদ সম্পাদিকা পূষ্প রানি চক্রবতী, অধ্যাপিকা টুনু রানি কর্মকার,এ্যাডভোকেট শাহিদা তালুকদার,রফিকুল আলম, রনজিৎ দত্ত,জাহানারা বেগম সম্পা, প্রতিমা সরকার, (ববি) শিক্ষক রহিমা নাসরিন, এনায়েত হোসেন শিপলু,জেসমিন আক্তার ও সম্পা দাশ প্রমুখ। এসময় সামাজিক প্রতিরোধ কমিটির কর্মসূচি একাত্বতা প্রকাশ করে আরো অংশ গ্রহন করে উন্নয়ন সংস্থা ব্লাস্ট ও সচেতন প্রতিরোধ জোট কমিটি। এসময় সাধারন শিক্ষার্থীরা বলেন, আর ঘড়ে থাকতে পারছি না ভাই। প্রতিদিন সকালে পত্র-পত্রিকার পাতায় চোখ রাখলে দেখা দেশের কোথাও না কোথাও মা-বোন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ধর্ষিত হচ্ছে। দিনের অপরদিকে নগরের আগরপুর রোডস্থ বরিশাল প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা ও নগরে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বরিশাল শাখা। বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আতাইল ইসলাম, আবু সাঈদ মুসা, বরিশাল বিভাগীয় ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ক সদস্য আরিফুল ইসলাম।