বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে শনিবার পর্যন্ত এইচডিইউতে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিউরোসায়েন্সেস হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ডাক্তাররা জানিয়েছেন, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে তার ডান পাশ এখনও অবশ।
এদিকে, ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, হামলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।