মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে পরিবার পরিকল্পনা সমিতির এর আয়োজনে নগরীর হোটেল গ্রযান্ড পার্কে বরিশালে কৈশোর বান্ধব সেবা বিষয়ে বিভিন্ন স্তরের স্টক হোল্ডাদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ বরিশাল মোঃ শহীদুল ইসলাম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল ডাঃ মুঃ জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বরিশাল মোঃ মাহমুদ হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি তারেক বিন ইসলাম। এসময় আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় কৈশোর বান্ধব সেবা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা।